মেঘ করলে জেগে থাকে ভাঙা ফুলদানি
জড় হতে হতে ছড়িয়ে যায় বিশুদ্ধ জামা কাপড় । তাই
ছেড়া জুতোয় হেটে যাবার লুকোনো প্রেম নেমে আসে বারান্দায়


চা বসালে মুচকি হাসে সোফা
বিবর্ণ ডাইরির ভেলবেটে প্রজাপতি গীরগীটির শিকার হলে
ঝাল মুড়িতে লংকা মিশে যেতে থাকে


ভোর বেলা ট্রেনের রোমান্সে পিচুটি হলে
তোমার চুল থাকুকনা খোলা
বেল ফুলের হাসি তামাশায়