একটা বিকেল খেলায় তোমার জন্য
উড়িয়ে দিতে পারি কার্পাস তুলো


স্নানের ভিতর



ওড়নায় যদি রোদ নামে
চুমকি আলোয় ঝিক মিক
চিবুকের কথামালা


আঙুলের স্পর্ষে  সেখানে নদীর বাসর
গহিনের খেলায়



ফুলদানি খোলা টেবিল
এভাবে তুমি কি আমায় স্নান দিতে পার?


দূর থেকে নিয়ে আসতে পার
একটা সাংসারিক ভাতের থালা?
বসে আছি ঋতুর পরে ঋতু



কাজলে দোলানো চোখ
দাঁড়িয়ে আছি সমুদ্রের ঠিকানায়


হারিয়ে ফেলছি চসমা ও রুমাল



দিনলিপির ভিতর এখন তোমার পদ চারন
নুপুরের ছন্দ বারান্দায়


ঘুম এলোনা



পাতার শিহরন নিয়ে শুয়ে আছি
গোলাপ ফুটছে জানালায়


গৃ্হস্তালির কাজ পড়ে আছে
ঘর বারান্দায় তখন