রোদ ভাঙে টেলিফোনের জানলায়        আজ আকাশের বাঁশি নির্মান
ফুলদানির টুকরো গুলো জুড়ছি আয়নায়


আজ কালো জ্যাকেটের ভেজা আস্তিন শুকিয়ে যায় ভাগ্য রেখার শীতে
তখন সূর্য ওঠে পুরোনো মাঊথ অর্গানের হাসি তামাসায়
ট্রেন ছেড়ে যাচ্ছে ব্যর্থতার চা পর্বগুলিকে


চোখ বন্ধ হোলেই রুমাল চোর জাগে
এবং নদী গ্রাম্য ছড়া বোলে


ভবঘুরে বালিকার গানে ছখ রাখে কেরানি জীবন
ধূলো ঊড়িয়ে চলে যাচ্ছে ট্রাক ট্রাক মাল...