।।এ এক নাট্যমঞ্চ।।
  দেবপ্রসাদ জানা
    ১৭.১১.২০২০


যখন ভাবনা গুলো কুপথ ধরেছে
বুকের বাঁ পাশে সেই,থিয়েটার হলে
প্রতিদিন সততার নাটক করছে।
বাসনার দূতক্রীড়া,নাটকের দলে।


জীবন্ত ক্ষতের দাগে অবিকল সত্য,
যাতনায় বেজে ওঠে গিটারের সুর
দেহের পসরা ঢেলে, দিনরাত নৃত্য।
অসুখের তানপুরা বাজে ভরপুর।


মিথ্যে ভালোবাসাটাকে সত্যের আল্পনা
দিয়ে সাজিয়ে,দেহের বাগিচা সেচন।
মনের রুক্ষ ভূমিতে, ফলন মন্দ না।
অন্ধকার নাট্যমঞ্চে,অচিরেই পচন।


কপট প্রেমের মায়া, দেখে যায় শুধু।
অম্লান অচেনা হাসি,খেয়ে যায় মধু।