বাবু মশাই -
আজ স্বাধীনতা দিবস।
কোথায় তোমরা? ও বাবু মশাইরা।
তিয়াত্তরে পড়ল তোমাদের রক্তদান,
বীর শহীদ-
তোমাদের নামে এখনো উথলে ওঠে
সাগর, মরু,পাহাড়, সমতল।
তোমাদের নামে বাজে দামামা।
কেঁপে ওঠে পাকপাখালির দল।
বুকে বাজে ডমরুর ধ্বনি।
জাতীয় পতাকায় লাগে উত্তাল বাতাস।
বাবু মশাই -
এখনো তোমাদের বজ্রকন্ঠ ধ্বনিত হয়
কর্ণগোচরে।
বীর শহীদগন এসো সামিল হও
তোমাদের দেওয়া স্বাধীনতার উৎসবে।
আকাশ জুড়ে আজ বাজছে
স্বাধীনতার গান।
তোমাদের গলায় মালা দিয়ে
উৎসর্গ করি, জাগ্রত করি
হৃদয়।
শত্রু নিধনের পালা
করবো শুরু।
যে স্বাধের স্বাধীনতা তোমরা দিয়ে গেছো
তাকে রক্ষা করার সংকল্প করি আজ।
হে বীরশহীদগন এসো আজ
আমাদের ঘরে।
তোমাদের চরণযুগলে ঢালি শেষ রক্তবিন্দু।
আকাশ জুড়ে রামধনু উঠুক আজ।
তেরঙ্গা হোক বিশ্ববন্দিত।
দাবানল লাগুক শত্রু শিবিরে।
আজো যারা স্বপ্ন দেখে-
ভারত মায়ের হাতে শৃংখল দেবে।
তাদের হাত গুলো ভেঙ্গে চুরমার করে দি
আরো একবার।
তোমাদের মতো করে হাসি মুখে
রক্ত ঢেলে দি
ভারত মায়ের চরণতলে।
নতুন আলো ফুটুক ভারতের
আনাচে কানাচে।
হাজার বছরেও যেন কারোর সাহস না হয়
ভারত মায়ের দিকে তাকাবার।
জয়হিন্দ।
===