আমরা যে মূক বধির অন্ধ
জন্ম থেকে কিছু মানুষ-
বাবা মা, দাদা দিদি,কাকা কাকি, দাদু ঠাকুমা
আত্মীয় স্বজন সকলে -
মূক বধির অন্ধ করেছে জনে জনে -
বংশানুক্রমে-
কেউ কাউকে গাল দিল
প্রতিবাদ করো না।
কলেজে নেতার লোক টুকছে বলো না।
বাসে মহিলার গায়ে হাত দিচ্ছে দেখো না।
ঝামেলায় কাজ নেই -
দূর্বলের প্রতি সবল অত্যাচার করুক -
নাক গলিও না।
কোনো নেতা অন্য নেতাকে খুন করছে দেখো না -
সরকারি অফিসার ঘুষ খাচ্ছে বলো না।
দোকানদার ভেজাল দিচ্ছে দেখো না।
ক্লাবের পাশে দুষ্ঠ ছেলেরা কটুক্তি করছে শুনো না।
রেল লাইনে পা কেটে চিৎকার করছে
শুনো না দেখো না হাত দিয়ো না।
প্রশাসনিক ঝামেলায় পড়বে।
তবে কোন ইন্দ্রিয় জীবিতাবস্থা  আছে আমাদের?
দলে দলে মূক বধির অন্ধ পঙ্গুর জন্ম হচ্ছে যে দেশে
সে দেশ আর কত আগে যাবে?
কোনো দেশ কে এগোতে হলে-
কোন রাসায়নিক বোমা দিয়ে ধ্বংস করার চেয়ে -
মূক বধির অন্ধ পঙ্গু তৈরির কারখানাটা বন্ধ হোক।
দেশ এমনি এগিয়ে যাবে।
===