।।অভিযোগে।।
দেবপ্রসাদ জানা
২০.১০.২০২০


তোমার আঁচল ধরে আছি মা,বোঝনি।
এখনো ভয়ের স্বপ্নে, মা বলেই ডাকি-
তুমি ছেড়েছ মা,আমি তোমাকে ছাড়িনি
বিয়ে দিলে ছেলে পর,তাই চুপ থাকি।


অথচ দেখো জামাই,কত,কত ভালো।
বিয়ের পরে মেয়েই বেশি আপন যে,
অন্যের ছেলে আপন,ভরে রাখে আলো।
কি জানি হয়তো তাই,আমিও তাই যে।


এক বাড়িতে থাকলে দোষ ত্রুটি সব,
ভালোমন্দ থাকে কিছু,মেয়ে হলে মাফ।
ছেলে হলে,বউয়ের পাল্লা ভারি সব
কেন যে মা কিছুতেই,সইছো না চাপ।


জীবনের সবকিছু অসমাপ্ত রেখে।
তুলাদন্ডে মাপ করি,কে এগিয়ে থাকে।