।।অবিচার।।
দেবপ্রসাদ জানা
  ১২.৯.২০২০


অর্জুন,তুমি সত্যিই পাখির নয়ন
দেখেছিলে?নাকি সব কল্পনা তোমার ।
সব ভাইয়ের মতো,দেখেছ তখন
শুধু পাখি।দেখেছিলে শুধু আঁখি তার।


বৃক্ষ নয় দেহ নয় পাখিটার চোখ
এত বিচক্ষন তুমি,তবু বুঝলে না-
ষড়যন্ত্র। দ্রৌপদীর পাঁচ ভাগ হোক
পাঁচ ভাই মিলে তাকে,দেবে যে যন্ত্রনা।


কেন তারা বলল না?"তোমার দ্রৌপদী
তোমার থাক না,ওকে আমরা নেব না"।
ওই রূপ লোভনীয়। খোলো পর্ব আদি
পূর্ব পুরুষ রমনে পারদর্শী  কিনা?


পারবে না পার্থ তুমি,করতে এবার,
দ্রৌপদীর সঙ্গে তার,সঠিক বিচার।