।।অবিশ্বর।।
দেবপ্রসাদ জানা
২৭,৫,২০২০
বেশ তো তা না হয় বুঝলাম
তুমি ভালো আছো খুশীতে আছো।
কিন্তু এই মিথ্যাচারের মানে টা কি?
কি দরকার? মিথ্যে বলতে বলতে ঐ মিথ্যে টাই কি
সত্যি হবে একদিন? না তা হয় না কোনদিন।
ভালো আছো তো? হ্যাঁ ভাই ভালো আছি।
অভ্যেস। শুনে শুনে আমরা অভ্যস্ত হচ্ছি।
বুকে পাঁজর গুলো গরাদের মতো শক্ত হচ্ছে।
তার ভিতরে রেখেছি কয়েদ করে মনটাকে।
যা বোঝাই তাই বোঝে। যা করতে বলি, করে।
প্রতিবাদহীনতায় ভুগছি। ইচ্ছা নেই কিছুতেই।
গতানুগতিক। চলছে চলুক না।
কেন শুধু শুধু পরিবর্তন আনা।
একটা মাত্র জীবন, কতটুকু আর?
তার মধ্যে এই স্তব্ধতা। বাইরে বেরতে মানা।
কেন?
কেন কি? আরে  বাইরে
যে অশান্তির কালো ধোঁয়া।
নিশ্বাস  প্রশ্বাস  নিতে।
আজকাল অক্সিজেন সিলিন্ডার লাগে।
যেখানে ভরা আছে বহুমুল্য আস্ত একটা পুরো সবুজসৃজন।।
তবু বলতে হবে ভালো আছি।
নইলে হাজার ফিরিস্তি। এই হয়েছে ঐ হয়েছে কেন?
খারাপ কি থাকতে পারি না আমরা?
ঘন্টার কাঁটাটা এত দ্রুত মৃত্যুর দিকে
এগোচ্ছে।
বিন্দু বিন্দু ঘাম কপালের গা বেয়ে কানের পাশে ঝর্না হচ্ছে।
তবু ভালো আছি।
জীবনে কিছু অসমাপ্ত পাণ্ডুলিপি থাকেই।
মৃত্যুর সঙ্গে পায়ে পা মিলিয়ে
সময়ের বিপরীতে দ্রুত,
আরো দ্রুত হাঁটতে থাকি ভয়ে।
তবু বলি ভালো আছি
অবিনশ্বর জীবনের ভিতরে।