অবৈধ প্রেম
দেবপ্রসাদ জানা
১৫.৭.২০২১


আলো আঁধারি ভোরের,বাগানে রমনী
বিদেশিনী একা একা শিউলি কুড়ায়
শরীরে তার ফুটেছে নম্র কুসুমকলির
অমল আভাস,হিম গুড়ির উচ্ছাস
সোঁদামাটি নাভিকুণ্ডে অপরূপ ভাস
মিথুনমুদ্রার লজ্জা,সোহাগী জ্যামিতি
নীল পালকের সাজ,আশ্চর্য স্থাপত্য
অন্ধকারে জেগে থাকে,শরীরী অপেরা
ছেনাল বাতাস তার চোয়ানো রূপের
মোহময় রস যেন চেটে খেতে চায়।
আমোদিনী শিউলির বনে এক্কা দোক্কা
খেলা চলে প্রতিভোরে,সোহাগে আদরে
আঁধারের পেট চিরে,খসে পড়ে ভোর।
দিনের আলোকে ফুল্ল কুসুমিত ফুল,
ঝরে যাবে অনুসঙ্গে,এ ফুল আমার।
রমণী ফুলের মতো,সোহাগে পরাগে
পোয়াতি রাতের পেট খসিয়ে পলকে
আরো একটা হেমন্ত চুরি করে নেয়।
কিশোরী গানের কলি,কন্ঠে ধরে থাকে।
মেঘের আড়ালে মেঘ,পথ হারিয়েছে।
লক্ষ নক্ষত্র আকাশে লজ্জায় মেঘের
অন্তরালে ভাসে। নগ্ন স্পর্শের আকাশী
রুমাল ক্ষত বিক্ষত শিউলির বন।
জোছনা রাতে আনাড়ি,প্রেম পরকীয়া,
মৃদু বাতাস কেমন  আদর মাখায়।
হাতের ওপর হাত রেখে উষ্ণ সোহাগ
প্রেম আসে প্রেম যায় নন্দনের ঝোপে।
পুড়ে যায় গাছপালা বৈধতার তাপে।
কত প্রাণ বলি হয়,ডাক্তারের হাতে।