।। অবরোধ।।
দেবপ্রসাদ জানা
১২.১০.২০২০


আজ গোধুলির মেঘ,দেখি অন্য মনে!
উদাসী বাতাস বয়, মনের অলিন্দে,
তার কথা মনে পড়ে,আজ সঙ্গোপনে!!
স্মৃতিপটে বোধহয় ফুল ফোটে ছন্দে!


খোলা ওই বারান্দাতে দাঁড়িয়েছ তুমি,
আপন মনে বলছো,তুমি কত কথা
মৃদুমন্দ বাতাসের,অঙ্গ ছুঁয়ে ভূমি-
কালের রুদ্ধতা ভেঙ্গে,গড়ে নব প্রথা ।


হৃদয়ের সব প্রেম,দিয়েছি তোমায়।
সব রূপ রস গন্ধ,দিয়েছিল রাধা-
তবে কেন অবহেলে,রাখো অপেক্ষায়।
খোলো মনের দরজা,কেন দাও বাধা?


সন্ধ্যা ঘনিয়ে দিগন্তে,কনে দেখা রোদে-
স্বরচিত উপন্যাস,পোড়ে অবরোধে।