#চতুর্দশপদী পেত্রার্কীয় সনেট#
       ABBA/ABBA(অষ্টক)
          CDC, CDC (ষষ্ঠক)


     ।। অধম সন্তান।।
      দেবপ্রসাদ জানা
         ২২.৭.২০২০


তুমি মাগো রত্ন প্রসবিণী মহীয়সী
কত শত বীর তুমি দিয়েছ জনম
কেউ ধরিল অসি,কেউ ধরে কলম
কখনো বীরাঙ্গনা কখনো পূর্ণশশী।


পৃথ্বী ধরিত্রী ধরনী বসুন্ধরা বাসি
জাতি ধর্ম উচু নিচু সবেতে শুভম
সহস্র আঘাতে তুমি আরোগ্য মলম
মা ডাকে মন ভরে,বেজার মুখে হাসি।


বিপদে আপদে তুমি বিপদ তারিনী
অনায়াসে শত্রুনাশ করছো দৈনিক
দশভূজা মা দূর্গা তুমি সিংহবাহিনী
আমি তব বীর সৈনিক, হস্তে লেখনী
যুদ্ধ করি কবিতায়  কলম সৈনিক
অধম সন্তান আমি বুঝেছ জননী।


         ফরাসী সনেট
(কখখক কখখক গঘকগখঘ)
(অষ্টক ষষ্টক অন্তমিল অক্ষরে )


।।জোনাকির প্রেম।।
   দেবপ্রসাদ জানা
       ২১/৭/২০২০


জোছনার ঠোঁটে চুম্বন কোরে জোনাকি
আলো জ্বেলে ঢুকে পড়ে মশারির মধ্যে
প্রিয়া সনে দুজনে, আছি নীল আবদ্ধে
আলো জ্বেলে আমাদের,দেখিল তাই কি।
আহা মোর জোনাকি কাঁপে বুক তোর কি
রোজ রাতে  প্রিয়া তোর  ঘর বাঁধে  গদ্যে
প্রিয়া শুখ    নেই তোর   জীবনের পদ্যে
নীল আলো চয়নে  তোর  হবে  লাভ কি


নীলালোর জোনাকি মিটিমিটি আঁধারে
জানিবে কেমনে প্রিয়া, করিল আদর
এটুকু সুখ তাকে দেবে তার প্রিয়া কি
দেখেছিল রাতভর জোনাকি আহা রে।
বোঝাবে কেমনে তাকে নেই তার সাধ্যে
কেন যে জোনাকি দেখেছিল রাতভর।।