।। অদ্ভুতকাণ্ড।।
দেবপ্রসাদ জানা
   ০৪,৬,২০২০
মোবাইলের চার্জ আর গাড়ির তেল
শেষ হলে, মনে হয় পৃথিবীটা ঘোরা বন্ধ করে দেয়।
স্তব্ধ হয়ে যায় জীবনের স্বাভাবিক গতি।
ক্লান্ত পথিক যেন অবসন্ন মনে পথের ধারে
বসে পড়ে।
হারিয়ে যেতে থাকে সংযোগ।
বোধের ভিতরে সব অন্ধকার যেন এক বিন্দুতে
ঘনিভূত হতে শুরু করে।
মেঘেরা আকাশ পথে এক জায়গায় ঘন অন্ধকার
সৃষ্টি করে।
অদ্ভুত এক নিঃসঙ্গতার টান।
রক্তের ভিতরে স্তব্ধতা।
সময় দাঁড়িয়ে পড়ে শহরের দ্বারে।
গতিহীন রক্তকনা জমাট বেঁধে ফুলে উঠে।
যেন পাহাড়ের মত এক স্থানে নিশ্চল।।
অদ্ভুত কান্ড ।