এই বসন্তে


আজ রোদ্দুরের চিঠি পেয়েছি একটা,
বসন্ত আসছে,তার সঙ্গে সে আসবে।
গনগনে রোদ্দুরের সোনালী মুখটা
বসন্তের দীপ্তি,ক্রোধে রক্তবর্ণ হবে।


হ্যাঁ এমনই লিখেছে,আলোক সম্রাট
বড় শাসকের ভাষা,উপেক্ষার জ্বালা
অপ্রতিরোধ্য হুঙ্কার,ভীমনাদ ঠাট।
নীরস করিবে বিশ্ব, সিন্ধু নদীনালা।


কোকিলের সুমধুর কণ্ঠে ককা ধ্বনি,
বাজবে তা ভোররাতে,অকাল খরায়,
বৃদ্ধ বসন্তের দ্বারে,বাজবে খঞ্জনি।
প্রিয় আমের মুকুল , লইবে বিদায়।


সাধের বসন্তে দেবো,অকাল বৈশাখী।
রঙহীন বসন্তের কি রহিবে বাকি?