।।এই শেষের বেলায়।।
    দেবপ্রসাদ জানা
         ৫.৭.২০২০


একটুতো কাছে আসতেই পারো
হৃদয়ের জানালা দিয়ে দেখতেই পারো।
দেখো জানালা খুলে রেখো না বেশিক্ষন।
বাইরে যা উত্তাপ, লু আসবে তখন।
আমার হৃদয় শীততাপ নিয়ন্ত্রিত নয়।
বাইরের উত্তাপে ভেতরের প্রেম ভালোবাসা
আশা আকাঙ্ক্ষা সব শুকিয়ে যাবে।
আপেলের মতো চুপসে যাবে।
একটা নীল পাখি ঢুকে পড়তে পারে।


কোনো নীরব সম্পর্কের দাবী নিয়ে
একটু আগলে রাখতেই পারো।
একটা সোনালী সুতোর ফাঁস দিয়ে
প্রেমের হলুদ পাখিটাকে,
হৃদয়ের গোপন প্রকোষ্ঠে বেঁধে রাখতে পারো।
যে সম্পর্ক সময়ের দ্রুতগামী ট্রেনে চড়ে
হারিয়ে গেছে, হয়তো ইতিহাস হয়ে গেছে
অনুভবের চিলেকোঠায় কি,
আর বন্দী করা যায় না?
হৃদয়ের জানালাটা খুলে,
একবার উঁকি দেওয়া যায় না?
নীল পাখিটা এসে বসে আছে।
ওই জানলার পাশে কার্নিশে।
তুমি তাড়িয়ে দাও। ওটা মৃত্যু পাখি।
আড়াল করে রাখো জানালাটা।
ভারি দুষ্টু পাখি।
দেখো তো জানালার পাশে, দেওয়ালটায়
শ্যাওলা জমেছে কি না? কালো ছোপছোপ শ্যাওলা।
পাখিটা ঐ শ্যাওলা দেখেই আসে।
জানালায় এসে ডাকবে আমাকে।
তুমি তাড়িয়ে দাও ।


অনুভবে, আবেগে, অনুভুতি তে একবার।
জড়িয়ে ধরো আমায়।
সময় চলে যাবে, আর আসবে না।
ওটা ভালোবাসার শত্রু।
এত রাগ তোমার? নাকি অভিমান?
দেখো আমার ভেতরে যে শুয়োপোকা গুলোকে তুমি দেখেছো।
যার কাঁটা এখনো তোমার মনে ফুঁটে আছে।
সে গুলো একদিন প্রজাপতি হবে তা জানতে না।
জানলে, এ দুরত্ব বাড়তো না।
আজ শেষ বেলায় তোমার একটু অনুভূতি চাই।
নইলে যে হৃদস্পন্দন থামছে না।