আরো একশ বছর চাই
আমাদের মানুষ হয়ে উঠতে-
হ্যাঁ একশ বছর চাই -
নাবালক সব-পরিনত হইনি যে এখনো,
গড় আয়ুষ্কাল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ঠিকই -
কারা যেন আজ দুহাতে টেনে লম্বা করে দিচ্ছে,
মৃত্যু নেই কাজও নেই হাতে -
তাই ভাঙছে ভালোবাসার পাহাড় ,  
তোমার আমার প্রেমপ্রীতির
সমুদ্রে মিশিয়ে দিচ্ছে বিষাক্ত
পদার্থ।
মানুষের মিছিলে আমরা অমানুষের ভিড় জমিয়েছি।
দুঃখ মানি না।
নষ্ট মানি না  
যারা আনে প্রাণ,
তাদের আমরা ফ্রেমে বন্দী করেছি।
মালা দিয়ে বরণ করে
দেওয়ালে টাঙিয়ে নিয়েছি -
ঘুরেও তাকাই না
কে যেন ক্ষুব্ধ হয়ে একবার
ঢিল ছুঁড়ে মেরেছিল
তাই আগুন -মিছিলে, মিছিলে।।
  
======