নিঃস্বাস বন্ধ হয়ে আসছে
বাতাসে বারুদের গন্ধ।
আগুন-
রাস্তা ঘাটে আগুন
জ্বলছে ট্রেন, জ্বলছে বাস
চলছে উস্কানি, হচ্ছে কানাকানি।
অস্তিত্ব বাঁচিয়ে রাখার মারামারি।
প্রশাসনিক ব্যবস্থার মুখে উপর
কষিয়ে চড় -
হাওয়া চলছে,
আগুন জ্বলছে সাবধান -
ভালো মন্দ, উচিত অনুচিত,
সব অতীত।
বিক্রি হচ্ছে দেশের সম্পত্তি।
ধান্ধা-
জীবনের দুয়ারে মৃত্যুর পরওয়ানা।
জীবনের আঁচলে মুখ লুকিয়ে
হাসে মৃত্যু -
প্রজন্ম প্রজন্ম শুধু পঙু করার পালা।
নষ্ট চিন্তা নাগরিকত্ব -
রাজনীতি না ব্যবসা
শেষ না বেশ
কি করবে দেশ?
====