।।অহঙ্কার।।
দেবপ্রসাদ জানা
  ০১.৭.২০২০


যে যাই বলুক আমি আমার মতো।
খুব নাড়া খেয়ে ভিতরে ভিতরে জেগে উঠি।
তাই তো, আমি আমার মতো।
জীবনের সফলতার সিঁড়ি গুলো,
আমি নিজেই পার হই।
যত ওপরে উঠি, নিচের সব রূদ্ধতাকে ভেঙ্গে চুরে
গুড়িয়ে মানবিকতার মস্তকে পা দিয়ে উঠে যাই।
কারণ আমি আমার মতো।
একটু বদরাগী।
একটু অস্থির।
অহঙ্কারের গোবুরে পোকা গুলো রক্তের মধ্যে মিশে,
ধমনী শিরা উপশিরা হয়ে মাথায় বাসা করে।
আমিত্বের মধু মননের মৌচাক দিয়ে টসটস করে পড়ে।
সময়, সময়ের খরস্রোতে অহঙ্কারী মন আরো তীক্ষ্ম হয়।
ধারালো হয় আরো।
স্বপ্ন গুলো বাস্তব হতে হতে একদিন কঠিন হয়ে পড়ে।
প্রস্তরখণ্ডে পরিনত হতে থাকে।
জীবনের দীর্ঘতম পথ স্বপ্নের প্রস্তরখণ্ডে গড়া।
বড় চকচকে, বড় মুসৃণ হয়ে যায় সময়ের ঘর্ষনে।।
তাই পিচ্ছলে পড়তে হয় একদিন চলার পথেই।