।।আজ আমি একুশ।।
     দেবপ্রসাদ জানা
        ০৮.০৬.২০২০


বেলা দি কেমন আছো?
আমি আজো চিলেকোঠায় তোমার জন্য।
আমার প্রথম প্রেম।
আজ আমি তোমার বয়সী হয়েছি বেলা দি।
সেই সেদিনের মতো।
আমার কিশোরবেলা আর নেই। আমি একুশ।
সেই সেদিনের তোমার মতো।
তোমার সেই বৃষ্টি ভেজা শরীর, চিলেকোঠার ঘর
আর তুমি আমি একা।
সিঁড়ি ভাঙ্গতে ভাঙ্গতে চিলেকোঠা একেবারে শেষে।
শরীর ছুঁয়ে যায় বসন্ত, লাল পলাশ আর কৃষ্ণ চুড়া
লোভে লালসায় ঝরে পড়ে আগুনে।
দুপুরের কাক নারকেল গাছে ডাক পাড়ে।
তোমার ভেজা শরীর হাঁক দেয় আমায়।
ভালোবাসার সন্ধি বয়সের কারাগারে বন্দী।
বলেছিলে তুই আমার বয়সী কেন হলি নারে।
আজ আমি তোমার বয়সী।
প্রত্যাশার সিঁড়ি ভেঙ্গে আজ আমি একুশ।
সেদিনের সেই চন্দন মাখা মুখ তোমার।
অতনুদার হাত ধরে গাড়িতে বসা।
আর আমার গালে হাত দিয়ে বলা,
আমার ছোট্ট প্রেমিক তোকে আর আমার দরকার নেইরে সোনা।
ভিতরে ভিতরে টের পেয়েছিলাম দহন।
ভেঙ্গে যেতে শুনেছি কাঁচের অমুল্য ভাস খানা।
আমার নিস্ফলতা আমি তোমার বয়সী নই।
হেরে গেলাম হৃদয়পাশার খেলায়।
কিন্তু আজ আমি একুশ,
সেই সেদিনে তোমার মতো।