।।অজানা কেউ।।
দেবপ্রসাদ জানা


চাঁদতারা হাতে করে সহসা একদিন -
এসেছিল সে আমার আঙিনায়।
ছিন্নতার ব্যথা বয়ে নিয়ে আমার
আঁধার ঘরে,
ভাঙ্গা প্রদীপের আলো-
ফেলে দিয়ে সে,রেখেছিল চাঁদতারা,
আমার জানালায়।
ক্ষুরধার সাঁকো পেরিয়ে
মিলনের সন্ধিপত্র রেখেছিল -
আমারই ভরসায়।
প্রহরেরা হাত ধরে প্রতিবার নিয়ে গেছে,
লিখে গেছে স্বর্ণ ইতিহাস,
পরমানুর কণায় কণায়।
অসমাপ্ত কবিতার খাতাখানি,
যে দখিন হাওয়ায় -উড়েছে কখন,
বুঝিনিতো আমি?
মুহূর্তরা নির্বিকারে উড়েছে বাতাসের সাথে।
বেলাশেষে, জীবনের গ্রন্থিতে থেকেছি আমি,
প্রহরের লিখে যাওয়া বিপন্ন ইতিহাসের -
উন্মাদ কাহিনী এত নির্মম?
কুৎসিত কলঙ্কের কালি দিয়ে
জীবনের কিছুটা লেখা,প্রহরের কলম
লিখে রেখেছে আমারই সম্মতিতে।
আমি আজো বুঝিনি কেউ,আড়ালে বসে,
আমাকে জীবন দিয়ে ভালোবাসে-
কি রহস্যময় এ জীবনের না দেখা,না জানা,
নিঃশ্বাস,যা নীরবে বেরিয়ে আসে,
হৃদয়ের গ্রন্থিবেয়ে দীর্ঘশ্বাস হয়ে-
এ বড় কঠিন অসুখ।