কলকাতা এক আজব শহর
তিলতমা নামের বহর।
যানযটেতে কাটছে প্রহর।


এই শহরে মহা ধুমে
মিটিং  মিছিল ভালোই জমে।
প্রেম পিরিতি হোটেল রুমে।


আগু পিছু কেউ না ভাবে।
নিজের মতো নিজে রবে।
চেতন হবে মরবে যবে।


বাড়লে ভাড়া নেইকো সাড়া।
সকাল হলে কাজের তাড়া।
দেয়াল ভরা পোস্টার ছেঁড়া।


কানের ভিতর ফোন গুঁজে।
নোংরা ছবির সাইট খুঁজে।
বসবে বাসে কেউ না বোঝে।


চালায় কাঁচি পকেটমারে।
হাতায় টাকা পাবে যারে।
মুদির কাছে খাবে ধারে।


আইনক্সে ফ্লিম দেখে।
প্রেমিকা রে পাশে রেখে।
পার্ক অ্যাভিনিউ গন্ধ মেখে।


করবে খাঁটো  পাড়ার লোকে।
মরবে তারা টাকার শোকে।
ছেলে মেয়ে যাচ্ছে বোকে।


হাসপাতালে ডাক্তার মারে।
নার্সিং হোমে রুগি  হারে।
টাকা আগে রুগি পরে।


গুন্ডারা সব মন্ত্রী হবে।
মন্ত্রী সভায় সফত নেবে।
ভোটের দিনে মুড়কি দেবে।


শাশুড়ি বৌয়ে ঝগড়া হবে।
ওয়াট্ অ্যাপে ডি পি দেবে।
নতুন নতুন প্রেমিক পাবে।


ভিড় বাসে লেডিস শিটে।
ফুঁ দেবে নারীর পিঠে।
হোক না যেমন লম্বা বেঁটে।


পড়ার ঘরে নাটক জমে
ছোট্ট খোকা ভয়ে ঘামে
যাবে কোথায় ডাইনে বামে।


ওলি গলি ফ্লাট নামে।
চলছে লড়াই বামে রামে।
জায়গা জমি প্রচুর দামে।


ইলেকট্রিসিটির বিলের ভারে
বলছে না কেউ যদি মারে।
লন্ডনে তে পাঠায় তারে।


দুয়ের আলু চোদ্দ টাকায়।
পিঁয়াজ সবজি ফিরে তাকায়।
খরচ বাড়ে গাড়ির চাকায়।


লাগলে আগুন টিনে চালে
ছাদের পরে জল ঢালে।
নাচছে লোকে তালে তালে।


কলকাতা যে অবাক শহর।
হাসির খোরাক ভানু জহর।
ফেস্টিভ্যালে ওদের মেয়র।


দেখুন দাদা আবল তাবল।
বেফাঁস কথা বলি কেবল।
মাফ কর ভাই মেরো না ছোবল।


==========