।।অকাল বোধন।।
দেবপ্রসাদ জানা
    ৩.৭.২০২০
অকালবোধন হচ্ছে সারা বিশ্বে।
চীন জাপান ইতালি অস্ট্রেলিয়া ভারত সারাবিশ্ব।
নীলপদ্ম চাই। একটা নীল পদ্ম। পেলেই বিশ্বজয়।
সকলে বেরিয়ে পড়েছে খুঁজতে নীলপদ্ম।
রাম রাবন আর বানর সেনা।
যুদ্ধ চলছে, জীবানু যুদ্ধ।
জিততে চায় সকলে অকালবোধনে।
রাতের আঁধারে দিনের আলোয়
যখন নিশ্বাসের কষ্ট গুলো বুকের পাঁজর ভেঙ্গে
বেরিয়ে আসতে চায় ।
তখন ভেতরের অচেনা স্ফুলিঙ্গগুলোকে দিয়ে
কষ্টের ডানাটাকে পোড়াই।
শহীদ শহীদ খেলা। যুদ্ধ যুদ্ধ উন্মাদনা। উৎসব।
প্রতিটি মায়ের কোলে ছেলেপোড়া ছাই।
হাতে তেরেঙ্গা।
অকালবোধন।
বড় পিপাসার্ত তেরেঙ্গা।
কে জানে মায়ের চোখের কত বেদনাশ্রু ঐ তেরেঙ্গাটা পান করছে।
এ বাড়ির ছেলে ও বাড়ির স্বামী,অন্য বাড়ির বাবা।
কেউ বাকি নেই।
দেশ রক্ষার নামে শহীদ শহীদ অকালবোধন।
মৃত্যুর মুখে কারা তাদের ঠেলে দিচ্ছে?
কিসের জন্য বেড়া ভেঙ্গে আসা যাওয়া?
কিসের এত আকাঙ্ক্ষা?
সব কিছুই তো পালটেতো যাবেই -সময়ের পরিবর্তনে।
জাত ধর্ম নীতি দূর্নীতি জয় পরাজয় সব।
অকাল বোধনে কত মরবে কত পঙ্গু হবে।
কত যে ছবি ফেসবুকের পাতায় স্মরনীয় হয়ে থাকবে।
কে জানে?