তুমি ভালো আছোতো সোনা?
অনেকক্ষন দেখিনি তোমায়।
সেই সকালে,কোন ভোরে তোমার মুখটা দেখেছি।
তোমাকে না দেখলে মনটা বড় বিক্ষিপ্ত হয়ে যায়।
হতাসায় মন ভরে যায়।
এই বুঝি আবার কোন সমস্যা এলো ছুটে।
জড়িয়ে ধরলো তোমায়।
অকারণে তুমি আমাকে এড়িয়ে গেলে বুঝি।
তাই ফোন করে বিরক্ত করি বার বার।
দরকার ছিল না কিছু।
তবুও করলাম।
হয়তো খালি ঘরে আবার কোনো অঘটন ফেলো।
তাই-
না না সন্দেহ করছি না।
তোমার মেয়ে বলে-
এত সন্দেহ বাতিক কেন বাপি?
ওতো জানে না কোন তপ্ত চাটুর ওপর আমি বসে আছি।
ভেতরে জ্বালা করে।
যখন মনে পড়ে সব।
এই যে বসন্ত এলো,
ভারি মিষ্টি এসময় টা।
মিষ্টি রোদ। মিষ্টি বাতাস। নীলাকাশ।
বিস্তৃত প্রান্তর। সবুজ ঘাষ। এসব আর দেখি না।
তবু এখন আমি মিষ্টিরোদবাতাসে আছি।
মেঘ এসে ঢুকে না পড়ে।
তাই -
===