।।আক্রমণ।।
দেবপ্রসাদ জানা
   ২২.৬.২০২০


বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশও আজ
খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।
পৃথিবীর পেট চিরে যারা
সোনার ডিম বের করে নিত।
তারাও আজ অসহায়।
যাদের প্রতি একশজনের জন্য
দশটা করে আই সি ইউ -
অত্যাধুনিক সরঞ্জামের বিশেষ টেকনোলজি
তারাও আজ পরাজিত এই মহামারী যুদ্ধে।
পঙ্গু করে দিচ্ছে পুরো শহর ও গ্রাম।
শীতের বেলা বেলিতেই তামাটে সূর্য
আরো তামাটে হয়ে আসছে
সাত সমুদ্র পারের দেশ।
গা ছমছম করে উঠছে,
হাতের পাশের বস্তুটাকেও শত্রু মনে হচ্ছে।
ইতিহাসের বাইরে ভেতরে এক মর্মান্তিক ঘটনার
শাক্ষি দেবো আমরা।
হাজারে হাজারে লাখে লাখে মৃতদেহ
যখন রাজপথ দিয়ে,
পায়ে দড়ি বেঁধে টানতে টানতে ,
মৃত কুকুর বেড়ালের মত,
ফেলে দেবে প্রমোদ নগরের আস্তাকুঁড়ে।
এক সঙ্গে কেরোসিন ঢেলে গণদাহ হবে।
হিসাবের খাতাটাও খুলে লিখবে না
কত এলো কত গেল।
ডেথ সার্টিফিকেট? জন্মই হয়নি মৃত্যু?
জীবনের সব ছন্দপতন,স্খলন,ব্যর্থ, নিঃশব্দে মৃত্যুর
উন্মত্ততায় প্রণয় ভালোবাসা নেশা চিরতরে ঝরে যাবে অকালে।
না না ভয় দেখাচ্ছি না এটাই বর্তমানে বাস্তব।
যে হারে অগ্নিশিখার একের পর এক আক্রমণ দেখছি।