।।একটা মিথ্যে।।
দেবপ্রসাদ জানা
   ৬.১০.২০২০


হ্যাঁ গুরুদেবের পায়ে,হাত দিয়ে মিথ্যে
বলেছিল বউ, তাই সেদিন মাথার
পোকাগুলো প্রান পেয়ে,চাঁদের আবর্তে
ঘুরেছিল চারমাস,নিশ্চিত ব্যথার।


বিষন্নতায় লোকটা,পাগল হতেই
বুঝেছিল তার বউ। কতখানি ব্যথা
বুকে নিয়ে কেটেছিল। ভালোবাসাতেই
লোকটা পাগল,তাও বুঝেছিল পৃথা।


জীবনের সব রস,যখন শুকনো।
বিয়ের পরেই সব,ছেড়ে চলে এলো-
শুধু বউটার জন্য। তার আত্মমগ্ন
কাজের ফাঁকেই বউ,প্রেমে পড়েছিলো।


দিশাহারা লোকটার, জীবন মরণ।
লেখা থাক কবিতায়,চোদ্দটা চরণ।