।। একটি ঝড়ের রাত ।।
      দেবপ্রসাদ জানা
         ০৭.৭.২০২০


আকাশ সূর্য চাঁদ-তারা -আর মেঘ
সারাদিন বৃষ্টি আর বাতাসের বেগ।


উঠেছে ঝড় মাঝ সমুদ্রের বুক চিরে
কিশোরী নদী কাঁপে সূর্যগঙ্গার তীরে।


মোর আবেগের ভুল পরিভাষাতে
তুমি এলে আজ বিদায় জানাতে।


ঝড়ের রাতে তোমার হাতে ছিল আমার হাত
হায়রে বিধি কোন কুক্ষনে এসেছিল সেই রাত।


ভালোবাসার অপেক্ষায় তবু চুপ করে থাকি
আগামী জন্মে প্রিযা আমি থাকি বা না থাকি।
এ জন্মে আমি আছি শুধু তোমারই লাগিয়া।
কখনো স্বপনে মরি আর কখনো উঠি জাগিয়া।


আমি যদি আজ,পৃথিবী ছেড়ে চলে যাই
নীরবে কেঁদে দুফোটা চোখের জল চাই।
কোনো উত্তর দাও না কেন?সোহাগী সোনাই
পরের জন্মে যেন প্রিয়া তোমার তৃষ্ণাঞ্জলি পাই।


সোনার হরিণ খুঁজি আমি এবেলা ওবেলা  
মারিচের চক্রান্তে আজ আমি বড় একেলা।
পায়ে বাজে নূপুর ধ্বনি কন্ঠে গানের মালা
বেনারসী লাল,কপালে সিঁদুর তুমি পল্লীবালা।


হাতে সাজে শঙ্খবালা লাল প্রবালের চুড়ি
এমন তুমি নিঠুর প্রিয়া চললে মোরে ছাড়ি।


নাই দিলাম সোনার হরিন, মন দিয়েছি সোনা
কথার ছুরির তীক্ষ্ম ধারে যায় না হৃদয় গোনা।
টুকরো গুলো রেখেছি তুলে যায় যে তাতে শোনা
ভালোবাসি আর ভালোবাসি বলছে প্রতিটি কণা।