যে আকাশে সূর্য ওঠে
সেই আকাশেও মেঘ জমে
আঁধার হয় পৃথিবী।
তাহলে এমনো হয়?
বিশ্বের সর্ব শ্রেষ্ঠ শক্তি তাকেও
অবহেলায় ঢেঁকে দিতে পারে কালো ছায়া -
আঁধার,কলঙ্ক,কালিমা।
তুমি আমি তো সাধারণ মানুষ।
তবে দুঃখ কেন করো?
তোমার জীবনে আঁধার এলে।
তুমি আমি যে অতি ক্ষুদ্র এই পৃথিবীতে।
আঁধার যে অনেক অনেক বৃহৎ,
আলোকিত মহাবিশ্ব হতে।
তবে আলো মৃদু রেখাও আঁধারকে চিরে
দ্বিখণ্ডিত করে অনায়াসে।
তাই কি না?
===