।।অলক্তক।।
দেবপ্রসাদ জানা


আমি তো মায়ের সঙ্গে রোজ কথা বলি।
মায়ের সঙ্গেই রোজ,সন্ধ্যা তারা দেখি।
মেঘের আড়ালে তারা,সঙ্গে নিয়ে খেলি।
মা হাসে মা কথা বলে,দেখবে তুমি কি?


কান্নায়,ভিজছে রাতে,বালিশ তোষক
নীরবে চোখের কোনে,জল এসে যায়।
এইতো সেদিনও মা, রক্ত অলক্তক
বিছানায় বসে এঁকে ছিল তার পায়।


কত রাগ দেখিয়েছি সেদিন অযথা।
বলি তোমার আক্কেল নেই,বিছানায়?
লাল ছোপছোপ দাগ,পেয়েছিল ব্যথা
বেদনায়,সেই দাগ,কথা বলে যায়।


আদরে আবেগে বাড়ে মনের বেদনা।
রাগ করেছ মা?কাঁদি জড়িয়ে বিছানা।