অলৌকিক চমক
দেবপ্রসাদ জানা
১১.৮.২০২১


বন্যায় প্লাবিত পথঘাট -
আর আকাশে ভেজা চাঁদ,
মেঘের আড়ালে থাকা বিমুখ সূর্য।
মারণ রোগে জড়ানো মাতাল পৃথিবী।
পৃথিবীর কানে কানে বললাম -
শান্তি হয়েছে তো?
পূর্ণিমার অলৌকিক চাঁদ।
জোয়ার ভাটায়, ভরা বন্যায় -
জলের ওপরে খেলা করে,অলৌকিক চমক।
ভেসে-যাওয়া পর্ণকুটিরের খড়কুটো
আগলে রেখে,অনাচ্ছাদিত জীবনযাপন।
এই তো কবি,তোমার রসাল কবিতা?
তোমার রসদে অভাব নেই।
তোমার ও জবাব নেই।