যতই তোমরা ভাঙ্গো গড়ো
নতুন নতুন স্বপ্ন ভরো।
আমাদের গ্রাম খানি,
এখনো তেমন আছে।
এখানে সকালের রোদ এসে পড়ে
মাটির বারান্দায়।
খড়ের চালে।
এখানে খামারে ধান শুকনো
হয় এখনো।
গোলায় ধান মজুত থাকে সারা বছরের।
এখানে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়।
শালুক ফুলে রাঙ্গা থাকে জমির ধারে ডোবায়।
ছেলেরা সাঁতার কাটে।
মেয়েরা কাপড় কাচে।
গরু স্নান করে।
এখানে মাঠে গরু হাল করে।
গরুর গাড়ির নিচে লন্ঠন ঝোলে।
বোঝাই করা খড়ের বোঝা।
মাঠে দিগন্ত জোড়া সব্জি।
মা বোন বউ পান্তা ভাত, গরম ভাত, মুড়ি
নিয়ে মাঠে দিতে যায় ।
এখানে বাঁশ গাছের মর্মর শব্দ
ঝিঝিপোকার ডাক।
আমলকীর বন।
হাটখোলা,শীতলা তলা।
আটচালায় প্রভাতী স্কুল।
এখানে বাতাসে মেঠো গন্ধ।
এখানে দেয়ালে গুঁঠের গন্ধ।
ফেরিওয়ালার আয়না চিরনী।
এখানে কাঁধে করা মিষ্টি দই।
এখানে ঝোলের কাতলা রুই।
এখান চলা মাটির পথ।
এখানে আষাঢ়ে ভেজা রথ।
কলা পাতার মধ্যান্ন ভোজ।
এখানে ইট পাথরের অসুর নেই।
এখানে আঁধার রাতে বাতি নেই।
চাঁদ জোনাকি আলো জ্বালে।
এখানে বুক ভরা বাতাস চলে
দখিন জানালা দিয়ে।
এমনই সুন্দর গাঁ মোদের
শরীর তাজা রাখে।
===