।।আমার জন্য।।
দেবপ্রসাদ জানা
  ২৯.৬.২০২০


তোমার ঠোঁটে জোছনা ঝিলমিল করে
আমি দেখেছি, সে আমার জন্য।
তোমার হাতে পূজার অঞ্জলি নামহীন প্রস্তরখণ্ডে
আমি দেখেছি সেও আমারই জন্য।
তোমার  বুকে কামনার আগুন অনাবৃত।
আমি দেখেছি তা আমার জন্য।
তোমার চোখে বসন্তের রোদ্দুর নেশায় আকুল।
আমি সব দেখেছি প্রিয়া আমারই জন্য।
তোমার শরীরের কামুক ক্ষুধা,
আমি দেখেছি আমার জন্য
তোমার কুমারী মনের ক্রুরতমা উল্লাস হাসি
তোমার গ্রীবাভঙ্গির টান, আমি দেখেছি।
তোমার চোখের কাজল, আমার হৃদয় পোড়া কয়লা।
তোমার পায়ে আঁকা অলক্তক,আমারই বুকের রক্তে।
রণক্ষেত্রে তুমি অশ্বচালিকা, রানী লক্ষীবাঈ।
আমার পাঁজরের হাড়ে তৈরি বজ্রাস্ত্র
তোমার হাতে আমি তাও বুঝেছি।
তবে কেন ধুম্রপুঞ্জে লুকিয়ে থাকো তুমি।
আমার প্রাণের অধিক হয়েও,
আমার প্রেম-স্বপ্ন-করোটি-কঙ্কাল সব ভুল?