যদি তোমার জন্য হাজার
কবিতা লিখতে পারতাম -
যদি তোমার জন্য দশ হাজার  
প্রেমের কবিতা লিখতে পারতাম।
অথবা দশটা প্রেমের কবিতার বই
অথবা একটা পুরো লাইব্রেরী।
তাহলে তোমাকে ভালোবাসি বলতে পারতাম।
তোমার হাত দুটো ধরে একটা চুমু খেতে পারতাম।
তোমার আকাঙ্ক্ষায় আমি ডানা মেলেছি।
পাখি হয়ে মেঘের সাথে আলাপ করেছি।
আকাশের গায়ে রামধনু এঁকেছি।
চাঁদের জোছনাকে নামিয়ে এনেছি
সমুদ্রের নোনা জলে।
যদি একটা গোলাপ তোমায় দিতে পারতাম।
যদি একটা গোলাপ ফুলের বুকে দিতাম,
অথবা একটা গোলাপ বাগান।
হৃদয়ের লাল রক্ত মাখিয়ে দিতাম
প্রতিটি গোলাপের গায়।
তোমার জন্য উপহার দিতাম -
যে লাল গোলাপে ভরে থাকত ভালোবাসার আবেশ।
প্রেমিক মৌমাছিরা ঘুরতো তোমার চার পাশে।
একটা তাজমহল বানাতে পারতাম,
সাদা পাথরের না।
নীল পাথরের সেখানে
তুমি আমি রোজ সন্ধ্যায়
প্রেমের সোনালী ফুল ফোটাতাম,
আমার সমাধী পরে।