এসো না একটা আন্দোলন করি।
হাতে ধরি রঙিন পতাকা -
স্লোগান দি নতুন পৃথিবীর -
দূষণ মুক্ত পৃথিবীর -
ভাইরাস মুক্ত পৃথিবীর -
রোগ মুক্ত পৃথিবীর।
প্রতি বাড়িতে -
প্রতি ঘরে-
প্রতি পাড়ায়
অলিতে গলিতে লাগাই সবুজ রঙ।
সবুজ হোক সবার মন।
ছোট বড় নানান জাতির গাছ।
সবুজে সবুজে ভরে দি পৃথিবীর গা -
এসো স্নান করি সবুজের জলে -
শান্ত হোক শীতল হোক উন্মত্ত পৃথিবী।
নষ্ট করা বন্ধ করি পানীয় জল।
সুরক্ষিত করি নতুন প্রজন্মকে।
সমস্ত আগুন নিভিয়ে দি মনের।
এসো না সকলে মিলে এই রুগ্ন পৃথিবীকে সুস্থ করে তুলি।
এসো স্লোগান দি -
বাঁচাও বাঁচাও সবুজ বন-
বাঁচাও বাঁচাও শিশু মন -
বাঁচাও বাঁচাও অমূল্য ধন -
ফিরে চাও ফিরে চাও হে জনগন।
চেয়ে দেখো সামনে মরন।
===