।।এঁকে দাও হৃদয়চিহ্ন।।
    দেবপ্রসাদ জানা
       ১৪.৭.২০২০
একটা নোংরামি তে মনটাকে ভরতে হলো
আমি যদি আমাকে মানুষ মনে করি
তা না হয় হলো।
ফেসবুকের পাতা খুলে খুলে প্রতিটা প্রোফাইল
দেখি।
আরে না না পুরুষ নয় মহিলা।
এই নিয়েই মনে যত জটলা।
ঠিক কি রকম মহিলা?
বত্রিশ তেত্রিশ?
না তা নয়, আর একটু বেশী।
বেশ সুন্দরী তাও নয়।
যে প্রোফাইল দেখে বেশ আকর্ষক মনে হয়।
ম্যাসেঞ্জারে কথা বলতে পারে এমন হয়।
চোখের চাউনিতে প্রেম খেলা করে।
কিংবা শরীরী আবেদনে উচ্ছাস আছে।
দৈব্যক্রমে কখনো যদি ফেসবুকের ভ্রুটি নাচে।
এই পার্থিব তামাশা টুকু অজান্তে আচম্বিতে
নিঃশব্দে ভোরের শুদ্ধ ফুল হাতে মনের দুয়ারে দাঁড়িয়ে থাকে তো কি করি?
টুক টুক করে ফ্রেন্ড রিকুয়েস্ট ব্যস।
অদ্ভুত তাই না?
এই ভাবেই বন্ধুত্বের হাঁক দিতে দিতে সবার অলক্ষ্যে
মিলনের সন্ধিপত্র পৌঁছে দেবো যেখানে দেবার।
নাই বা দিলাম তার উষ্ণতায় ডুব।
নাই বা হলো মিলনের কোনো সুখ।
নাই বা পেলাম পাপ -ওষ্ঠের পরাগ।
তবু ফুটে উঠুক বসন্তের ফুল
প্রতিদিন ফেসবুকের পাতায়।
ভ্যালেনটাইনের একটা দিন নয় তোমরা এঁকে দাও
হৃদয়চিহ্ন প্রতিদিন আমার কবিতায়।