অঙ্কুরীশা
দেবপ্রসাদ জানা
   ১৫.৯.২০২০


আমি অঙ্কুরীশা,মনে পড়েছে তোমার ,
তোমার প্রথম কন্যা,বিয়ের পরেই-
ঐ যাকে অনাকাঙ্ক্ষিত,করলে প্রচার।
কন্যাভ্রুণ জেনে,মেরে ফেললে গর্ভেই।


বিয়ের পরে তোমরা,আমাকে আনতে
চাওনি ধরার বুকে, ক্ষনিক আনন্দ
তোমাদের প্রয়োজন,কি জানি অজান্তে
আমি যে এসেছিলুম,করনি পছন্দ।


তখনো আমি ছিলুম রক্তিম পলাশ
গোলাকার রক্তপিণ্ড। শুধু হৃৎপিন্ড
প্রান, শুধু প্রান ছিল। মাত্র দুই মাস
অকালে নিয়েছ প্রান,খুঁচিয়ে প্রচন্ড।


রাবনের পথ ধরে আজো কন্যা বলি ।
কত অঙ্কুরীশা আজো অকালেই বলি।