অপরাধী
দেবপ্রসাদ জানা


বেদনার স্মৃতিক্ষত,অন্ধকার হলে।
হৃদয়ের চারকোষ,আহাকার করে।
তুষের আগুন যেন,ধিকিধিকি জ্বলে।
ফাঁকি দিয়ে চলে গেছ,অচেনা শহরে।


মেরুদণ্ডহীন আমি,বুঝিতে পারিনি।
উজ্জ্বলতার কবলে,মূঢ়তা অতলে।
প্রকাশ সভ্যতা তাই,কখন দেখিনি।
মরণের সুরে জ্বলি,চিতার অনলে।


নির্বাক দর্শক হয়ে,অভ্যাসে অস্ফুটে,
প্রতুল প্রত্যয়ে হারি,মরি একা লাজে?
মায়াহীন ক্রোধে তাই,ছন্দহীন কাটে।
বাকি ঋণ শোধ করে,যেতে হবে কাজে।


এমন বিবেক বোধ,বেচেছি অবাধে।
অপার বিকল্প খুঁজি,বিপরীত বোধে।


প্রেরক
দেবপ্রসাদ জানা
শহীদ ননী সাহা সরনী
মাঝেরহাটি রোড
নিমতা
কলকাতা -৭০০০৪৯
৯৮৩০৫১৩৩৩৪
৬২৯১০০৮৫১৭