আর কিছুদিন
দেবপ্রসাদ জানা
২০.৭.২০২১


আর কিছুদিন সবুর করো মোনালিসা
আমিও আসব তোমার কাছে।
চিতার আগুনে পুড়ে,
ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে-
বাতাসের ওপর ভর করে,
তোমার কাছে চলে যাবো,
এক জীবনে যা কিছু পাওয়ার ছিল,পেয়েছি।
যা করার ছিল করেছি,
বাবা মা,ভাই বোন সকলের দায়িত্ব পালন করেছি,
তুমি তো জানো আমি,
কখনো কাউকে নিরাশ করিনি,
কর্তব্য,এমন একটা বস্তু,তাকে অবহেলা করার মতো,
সাহস আমার ছিল না।
সব দায়িত্ব পালন করেছি-
কিন্তু তোমার জন্য কিছু করিনি,
করব করব ভেবে-
এতদিনে সময় পেয়েছি মোনালিসা।
তুমি চলে গেলে রাগ করে,
ছবি হয়ে দেওয়ালে ঝুলে পড়লে,
তোমার অভিমান,
তোমার ব্যাঙ্গিক চাউনি,
তোমার উত্তাপ দেখেছি,
দেখেছি ভালোবাসার আকুতি,
দেখেছি দেওয়ালে টাঙানো তোমার ছবিতে।
তোমার চোখে জলও দেখেছি,
মুচকি হাসিতে বুঝিয়ে দিয়েছো ব্যথা,
বিশ্ব বিখ্যাত হয়েছো,তুমি তোমার হাসিতে।
একটু সবুর করো আমি আসছি তোমার কাছে।
জানো তো,দেশে ভীষন মহামারী,
মৃত্যুর দূতেরা ঘুরছে দোরে দোরে,
ওদেরকে বলেছি তোমার কথা,
আমাদের ভালোবাসার কথা,
আমার অবহেলার কথা,
অভিমানে তোমার চলে যাওয়ার কথা।
আর সামান্য কিছুদিন সবুর করো,
আমি আসছি তোমার কাছে,
ওই ছবিটার পাশে ছবি হবো আমি।
যে পাপ এতদিন ছিল কলুষিত -
যে কলঙ্কের বোঝা,
তোমার ওপর চাপিয়ে-
আমি অম্লান বদনে থেকে গেছি,
এই পৃথিবীর বুকে,
এবার তার প্রায়শ্চিত্ত করব।