।।অর্থ অনর্থ।।
দেবপ্রসাদ জানা
  ৫.১০.২০২০


অর্থই অনর্থ নয়,করিব প্রমাণ
সবছিল লেনদেন,যুগ যুগ হতে
অদল বদল ছিল,ডাল দিয়ে ধান।
সোনা দিয়ে জমি পেত,জমিদার হতে।


তা হয়তো মধ্যযুগে,টাকা বর্তমান-
টাকা যার রাখা আছে,সেই বড় নেতা।
বড় বাঘ ছোট বাঘ,দেহেতে প্রমান
বড়লোক ছোটলোক, মহাজনী খাতা।


অর্থ মানে ব্যর্থ সব মানতে পারি না।
হ্যাঁ একটু বেশি অর্থ যদি থাকে কারো-
ধরাটাকে সরা ভেবে,দিচ্ছে ঘরে হানা।
অত্যাচারী হয়ে ওঠে,অর্থ চাই আরো।


সমতায় ফিরে এসো,সঠিক বণ্ঠন।
ছোট থেকে বড় হোক,রুষ্ট জনগণ।