আসেনি ফাগুন


যদি পাতাগুলো ঝরে যায় একদিন-
যদি ফুল নাই ফোটে,গোলাপের ডালে।
যদি কোকিলের কুহু,না ডাকে সেদিন।
তবে মনে রেখো আমি নেই এ সকালে।


আবীরের রঙ হয়,ফ্যাকাশে বিবর্ণ।
সূর্য সমুূদ্রের খেলা,হয়ে থাকে বন্ধ।
সারাদিন আকাশের, ধায় মেঘচূর্ণ।
দেখো মোর দেহ হতে,পাবে মৃত্যুগন্ধ।


তোলপাড় হৃদয়ের ঢেউ হলো স্থির।
তচনচ করে গেছে,আয়লার ঝড়।
মৃত্যুঘন্টা বেজে গেছে, হয়েছি অধীর।
অতৃপ্ত আকাঙ্ক্ষা ঘোরে মনের ভিতর।


পূর্ণিমা আকাশে লাগে বাসন্তী আগুন।
ছেড়ে যেতে হবে দেখে আসেনি ফাগুন।