।।এসো নররূপে।।
  দেবপ্রসাদ জানা
   ১২.১১.২০২০


তুমি অন্তর্যামী,তুমি অসীম বিধাতা
আমি দেখেনি,তোমার রূপ রস গন্ধ।
তবুও বিরাজমান,তুমি বিশ্ব পিতা।
সর্বত্র ছড়িয়ে আছে তোমার সুগন্ধ।


তোমার ছায়ায় শান্তি,তাও আমি জানি
তোমার সান্নিধ্যে মুক্তি,তুমি মহাকাল।
তোমার অস্তিত্ব শুধু মন্দিরে? কি জানি?
তুমি জলেস্থলে আছো,শুনি চিরকাল।


তবে কেন হিংসা রোষ,জগতের বুকে।
তোমার সৃষ্টিকে করো নাশ,দয়াময়।
নানা রঙে নানা সাজে দেখি কত লোকে,
তোমার দেওয়া শক্তি, করে অপব্যয়।


দেখা দাও,কথা দাও,এমন সঙ্কটে।
নররূপে দেখে যাও,ভালো নেই মোটে।