সনেট (শেক্সপিয়ারীয় রীতি)
[কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ]


।।এটাও সংসার।।
  দেবপ্রসাদ জানা
     ২৬.৮.২০২০


সূর্য ঘুম থেকে উঠে,আবদারে বলে।
ও নীলাকাশ,আমাকে কোলে করে নাও।
ঐ দেখো নদীর জলে,লাল আলো জ্বলে।
সব পুড়ে ছাই হবে,হাতটা বাড়াও।


নীলাকাশ বলে তারে,আজ নয় সোনা,
কাল তোরে কোলে নেব,আজ কোলে মেঘ,
ঘন কালো মেঘ কাল,রাতে দিল হানা।
কত মানা করলাম, নদী সম বেগ।


অভিমানী মেঘ তার হাত দুটো দিয়ে
জড়িয়ে ধরেছে আজ,বছরে দুমাস
ভারি আবদার তার,আসে বর্ষা নিয়ে
তারপর চলে যাবে। তুমি বারমাস।


দেখো সোনা একটাই তো মেয়ে আমার
বাপের বাড়ি থাকুক। বোনতো তোমার।