আত্মক্ষতে
দেবপ্রসাদ জানা
   ২২.৪.২০২১


জ্বলন্ত দীপের নিচে,অশুভ কালিমা।
সন্ধের শঙ্খটা আজ,বাজেনি এখনো।
দক্ষিনা মন্দিরে একা,বিষন্ন প্রতিমা।
মৃন্ময় দেবীর দেহে,জীবন  লুকানো।


আকন্ঠ গরল পানে, বিপন্ন ধরণী।
পিপাসার্ত ধরিত্রীর,বিপুল বিস্ময়।
বোমারু আঘাত হানে,মৃতদেহ খানি।
আত্মার নিগূঢ় ডাকে,গোপন প্রনয়।


বুকের ভেতরে স্রোত,শুকনো বালির।
মহামারি মরীচিকা, গভীরে প্রোথিত।
চোখের আগুনে দগ্ধ,প্রেমিক শরীর।
পর্দার আড়ালে চলে, বোধের প্রমত্ত।


শুকনো বালির ঝড়,কুণ্ডলী পাকায়।
শুঁকছে মাঠের ধুলো,আকাশের গায়।