।।আত্মস্থ হয়ে আছি।।
     দেবপ্রসাদ জানা
       ২৮.৬.২০২০


কতকগুলো হাত-
ক্রমাগত এগিয়ে আসছে শরীর বেয়ে।
সাপের মতো হিস হিস শব্দ তুলে কাঁপছে।
কতগুলো হাত জড়িয়ে ধরতে চায়
ভিড় বাসটায়। লোকাল ট্রেনে।
সুযোগসন্ধানী হাত এদিক ওদিক দিয়ে স্পর্শ করতে চাইছে।
প্রতিবাদ করলেই গুঞ্জন।
ভদ্র ঘরের মেয়ে? অবাক হয়ে যাই।
আশ্চর্য এক বিষাদ প্রদাহে সদ্য মৃত মানবিকতা।
যদি কখনও গর্জন করে উঠি, কলঙ্কিনী হই।
তাই কখনও গর্জে উঠি না।
বড় নোংরা ইঙ্গিতে সারামন শরীর ভিজতে থাকে।
গন্ধ। পচা গন্ধ পাই শরীর থেকে।
মনে হয় দশ দিনের পচা ডিমের গন্ধ।
তলিয়ে যেতে থাকি অন্তরঙ্গ অন্ধকারে।
স্পর্শের জীবানু গুলো সংক্রামিত হচ্ছে দেহের বিভিন্ন প্রান্তে।
কোন সানিটাইজেশন লিকুইড দিয়ে ধুলে মুক্ত হব
এই সংক্রামক থেকে?
এই প্রশ্নের সম্যক উত্তর মেলে না কখনো।
বাসে ট্রেনে রাস্তায় যেখানেই ভিড় সেখানেই সংক্রমন।
কেউ সোসাল ডিসটেন্সের কথা বলে না।
লক্ষ লক্ষ রকমের ভাইরাস শরীরের নানা প্রান্তে
রোজ প্রতিদিন সংক্রামিত হচ্ছে।
তবু আত্মমগ্ন আত্মস্থ হয়ে আছি।