আতঙ্কের পাখি গুলো ক্রমশ বাসা বাঁধছে ।
পাঁচিলের গায়,
শেওলা ধরা কার্নিসের ওপর,
গাছের ডালে,নৌকার পালে,
ঘরের চালে, মাঠে-
দিনরাত আতঙ্ক গুলো পাশ দিয়ে উড়ে -
কিছু বলতে চায়।
"মাষ্টার মশাই আপনি কিছু দ্যাখেন নি" -
কিন্তু আমি যে দেখেছি -
মাওবাদী হামলা-
হারমাদের শাসানি-
সিন্ডিকেটের হানাহানি -
আমি যে দেখেছি-
আসিফা টুইঙ্কিলের সর্বনাশ
নির্ভয়া প্রিয়াঙ্কার মৃত্যু -
"মাষ্টার মশাই আপনি কিছু দেখেননি " বলতে চায় আমাকে -
আতঙ্কের পাখি গুলো অনায়াসে উড়ে গিয়ে বসে।
টোল প্লাজায় -
বড় মিষ্টি কথায় ভুলিয়ে
অন্ধকার কোনো পথে -কিংবা মাঠে -
আগুন হয়ে পোড়ায় উন্নায়ের রাজপথে-
আতঙ্ক !
===