একে তো পৃথিবী জোড়া আঁধার।
তার ওপর দুঃখ।
তাতে সুখের জোনাকি আলো দেয়।
জোনাকি আলো জ্বেলে পথ দেখায়।
আমাকে।
সুখের পথ আলোর পথ।
আঁধার রাতে ঝিঝিপোকা ডেকে ডেকে -
আমাকে তোমার কাছে নিয়ে যায়।
যখন তুমি অভিমানে,রাগে
অন্ধকার চিলে কোঠায় কাঁদতে বসো।
তোমার রাগ ভাঙ্গাতে বাঁশ গাছের পাতা গান ধরে।
যাতে তার খসখস বেদনার গানে
তুমি জেগে ওঠো বেজে ওঠো
আপনার তালে। কিন্তু !
অভিমানে বেদনায় তুমি অঝোরে কেঁদে ফেলো।
===