এই মেয়ে কোথায় যাচ্ছো সন্ধ্যা বেলায়?
ধান জমির আল ধরে -
জনশুন্য ধান ক্ষেতের মাঝাখান দিয়ে।
এই মেয়ে- কোথায় চললে দুপুরবেলায়?
জনমানব হীন প্রান্তরে।
এই মেয়ে ভয় করে না তোমার?
এই মেয়ে- ওদিকে যেও না ওদিকটা ওরা থাকে।
নারী পিপাসু জানোয়ারের দল।
এই মেয়েটা শুনছ নাযে।
যেও না ওদিকে।
ওদিকে রাত হলে শেয়ালেরা হানা দেয়।
হুক্কাহুয়া বলে ডাকে।
শুনলে না কথা।
যাও তাহলে -এই
কে তোমরা?
ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে আছো?
আমি এখানে একা।
এসো না,এসো না এখানে।
আমি কিন্তু চিৎকার করব।
বাঁচাও বাঁচাও কেউ নেই?
আমি অসহায় নারী
আমাকে তোমরা -নষ্ট করো না।
আমি বুঝেছি
তোমরা মানুষ নও
শয়তান।
এ কি করছ?
ছাড়ো ছাড়ো বলছি?
হা ঈশ্বর আমাকে এই পিপাসু দের থেকে বাঁচাও।
আমি যে নষ্ট হয়ে গেলাম।
ঈশ্বর কেউ কি ছিল কাছে
আমার প্রতিবেশী।
কেন তোমরা এলে না ঐ নরখাদক গুলোর থেকে বাঁচাতে?
তোমাদের ঘরেও তো আমার মতো মেয়ে আছে।
আমি যে তোমাদেরই ঘরের মেয়ে।
এই মেয়ে -
কি হলো? শুনলে না কথা।
নিষেধ করেছিলাম না ওদিকে যেতে।
কেন এত নিষেধ কেন?
আমাদের কি কোনো সম্মান নেই?
ছেলে নয় বলে র্কি কোনো অধিকার নেই?


===