।।ব-দ্বীপ।।
দেবপ্রসাদ জানা
   ৪.৭.২০২০


তোমার তীব্র মনের টান নদীর স্রোতের মতো।
যেন নদীর পাড় ভাঙা উজান, আমি পরাজিত।
পাড় ভাঙা স্রোত যতোই থাক,মোহানায় গড়ে  দ্বীপ। ব-দ্বীপ।
তোমার জোছনায় চকচকে বালুচর, মরন
তুমি খরস্রোতা নদীর জলোচ্ছাস অকারন।
ঢেউ তুলে আনমনে পাহাড় পর্বতের কানে কানে
কত প্রেম আছে মনে কে জানে? জোছনায়।
কুলু কুলু ধ্বনি তুলে ডাক দিয়ে অনুরণনে
আষাঢ়ের জলে গা ভাসিয়ে স্রোতের ক্রন্দনে।
কত হাসো রূপালী জোছনার আলোড়নে
ভেঙে দিও সব বাঁধ, সে এক গভীর মন্থনে।
সমুদ্রমন্থনে।
তোমার বুকে জোছনা হয়ে রাত্রি জাগুক।
বুকের আগুনে ভালোবাসার আগুন লাগুক।
পাই নাকো কোন ঠাঁই বাঁচার তো উপায় নাই।
প্রেমের শিকড়ে অঙ্কুরিত হোক নবজীবন।
ভালোবাসার অঙ্গনে।
তীর ভেঙে চলে যাক পাল তোলা নৌকা
নব দিগন্তের সূচনা হবে নতুন প্রেম ভালোবাসা।
জীবন নদীর বহু বাঁক।
এ গলি ও গলি ঘুরে
জোছনার ঠোঁটে চুমু খেয়ে একদিন হারিয়েই যাবো।
ভেবেছিলাম করতলে চাঁদ রেখে নীরবে সেদিন ঘুমিয়ে যাবো।
কিন্তু সুন্দরের হাত ছুঁয়ে ভালোবাসার সন্ধিতে না হয় আরো
কিছুদিন জেগে রব তোমার তরে।
নতুন সেই গড়া ব-দ্বীপের বালুচরে -
রূপালী জোছনায়।