দুখের মুহুর্ত গুলোকে কবিতার' লাইন করতে করতে -
হঠাৎ করে জীবনের রাস্তায় বাম্পারের মত
সুখ এসে ঢুকে পড়লে
থমকে দাড়িয়ে পড়তে হয়-
ভাবতে হয় কি লিখব ।
দুখের মূসৃণ পথটাকে ভেঙ্গে ভেঙে
যেন হাসি দিয়ে যায়-
ব্যঙ্গের হাসি-
বাম্পার গুলোর উচ্চতা হীন
সুখ জীবনে নাইবা আসল ।
পাহাড়ের চূড়া মত হোক সুখ -
উঠতে লাগুক সময়-
রূপালি পাতার মতো উজ্জ্বল হোক জীবন ।
লক্ষ বৎসরের পর একবার -
আসুক দুখের কালো রাত ।  
বুকের ভিতরে তোমার মুখের
মতো সুখ যেন দীর্ঘস্থায়ী হয় ।
====%=