আমার ভাষা তোমার ভাষা
আহা মরি বাংলা ভাষা
সেই ভাষাতে কবিগুরু
ছড়িয়ে ছিলেন ভালোবাসা।
আমার ভাষা দেশের ভাষা
আহা মনে গভীর আশা
বাংলা ভাষায় কবিতা লিখে
গড়ব মানুষ গড়ব দেশ।
আমার ভাষা আমার আশা
আহা মরি বাংলা ভাষা।
এই ভাষাতেই গড়ব পরিবেশ।
আমার ভাষা মাতৃভাষা
আমার ভাষা বাংলা ভাষা
মনের কথা বলার ভাষা।
হে আমার প্রানের ভাষা
আমার গর্ব আমার দিশা
তোমার তরে আমার ভাষা
এই ভাষাতেই বিদ্যাসাগর
বিশ্ব সেরা দয়ার সাগর।
এই ভাষাতেই বিদ্রোহী কবি
কবি নজরুল প্রেমের ছবি।
গানে গানে ভরিয়েছিলেন
মাইকেল কবি মধুসুদন
ভাষায় ভরান বিশ্বভূবন।
বাংলা ভাষায় তাঁর দান
বিশ্ব জোড়া বাড়ায় মান।
বাংলা ভাষার টানে সবে
কান্ত কবি সুকান্ত রবে
আমার ভাষা বাংলা ভাষা
ভাষা নিয়ে লড়াই চলে
জাতীয় ভাষা করবে বলে।
ভাষা দিবস হলো মহান।
===
তোমরা কেউ দেখেছ অ আ ক খ গুলো কোথায় আছে?
হারিয়ে যায় নি তো?
ওইতো রক্তাক্ত অক্ষর গুলো পড়ে আছে রাস্তায়।
ভাষা বাসা বেঁধেছে নদীর ধারে পদ্মায়।
লাল লাল রক্ত মাখা অক্ষর গুলো হাহাকার করছে।
মায়ের বুক ছাড়া করতে চায় বিদেশি।
তাই লড়াই করতে করতে শহিদ।
কিসের লড়াই? কিসের রক্ত?
গৃহ হারার? নাকি অস্তিতের লড়াই?
না তা নয়।
সুধু মায়ের ভাষা টাকে মায়ের ঘরে রাখার লড়াই।
বাংলা মায়ের ভাষা টাকে আপন করার লড়াই।
শহিদ হয়েছিল, রক্ত দিয়েছিল অমর একুশে।
একুশে ফেব্রুয়ারি।
===