বাঁশের শয্যা
দেবপ্রসাদ জানা
    ৮.৬.২০২১


বাঁশের শয্যায় পার হতে হবে জানি-
চারজন কাঁধে করে,আতরের গন্ধ
ঢেলে একদিন নিয়ে যাবে পরপারে।
সাদা ফুলের মালায় ভরিয়েছে দেখে-
তোমার হৃদয়টাতো,ক্ষনিকের তরে
বলবে,"ভালোবাসি গো আমি,কেন ছেড়ে
চলে গেলে তুমি"? মোর নয়নাশ্রুজলে
তব পথ শিক্ত করি। বেদনার ক্ষত-
বুকে চেপে রেখে আজ নিভৃতে বলছি,
ভালোবাসি ভালোবাসি। এখন বুঝতে
পারি তোমার অব্যক্ত প্রেম হারিয়েছি।
তোমার লেখা ডাইরি,প্রতিদিন রাতে
আমাকে অবৈধ প্রেম নিবেদন করে।
পাতার অক্ষর গুলো,মাথা উঁচু করে-
সমাজের মুখোমুখি হতে চায় আজ,
সকল প্রেমের ফুল,মন দিতে চায়-
সবার অলক্ষ্যে আজ তুমি যে বেদনা
দিয়ে গেলে মনে,তার প্রায়শ্চিত্ত করি
শ্মশানে।অগ্নিশিখায় বিলুপ্তের পথে-
তুমি সেই পরপারে চলেছ,আজই
ধুম্র আকারে,আত্মার,স্বর্গ প্রাপ্তি তরে।
গঙ্গার পবিত্র জলে,চিতার আগুন
নিভে যাবে,রয়ে যাবে তোমার অদগ্ধ
অস্তি,বাকি সব ধোঁয়া হয়ে উড়ে যাবে
ওই আকাশের বুকে,রামধনু হয়ে।